
বিশ্ব ভালবাসা দিবস আজ
আজ বিশ্ব ভালবাসা দিবস। আজ আবার পহেলা ফাল্গুনও, মানে ঋতুরাজ বসন্তের প্রথমদিন। যুগল উপলক্ষ। প্রেমিকযুগলের জন্য এক মহার্ঘ্য দিন হয়ে এসেছে আজকের দিনটি। শুধু জুটিদের কথা বললে সঠিক বলা হয় না। ভালবাসা দিবস আর শুধু প্রেমিক-প্রেমিকার একান্ত নিজস্ব দিন নেই, এটি হয়ে উঠেছে সর্বজনীন। সর্বজনীন শব্দটি যদি মানতে অপারগ হোন, তাহলে এটা তো অস্বীকার করার কোন সুযোগই নেই যে, ভালবাসা দিবস হয়ে উঠেছে তাদের জন্য বছরের পরম উৎসবের দিন, যারা ভালবাসতে জানেন। শুধু কি জানলেই হয়? জানানোও জরুরী। ছেলে মাকে বিলক্ষণ ভালবাসে। কিন্তু ঘটা করে সে-কথা যদি আজকে মুখে একবার উচ্চারণ করে মায়ের সামনে, তবে জননীর আনন্দ কি বাঁধ মানবে? যিনি ভালবাসেন, যিনি ভালবাসা পেতে উন্মুখ, যিনি হারিয়ে যাওয়া ভালবাসা খুঁজে চলেছেন, যিনি ভালবাসার কথা বলতে কুণ্ঠিত হোন- সবার জন্য আজ এক পরম ক্ষণ। ছাত্র তার শিক্ষককে বলুন, ভালবাসি। সহকর্মী তার পাশের ডেস্কে কর্মরত ...